মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

উত্তর কোরিয়া পরীক্ষা চালাল দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের

উত্তর কোরিয়া পরীক্ষা চালাল দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের

দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল  দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই এ পরীক্ষা চালানো হলো।

কেসিএনএ জানিয়েছে, গত শনি ও রবিবার পরীক্ষা চালানোর সময় ক্রুজ  ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। পরে এগুলো নিজেদের জলসীমায় পড়ে। খবরে বলা হয়েছে, এ ক্ষেপণাস্ত্র জাতীয় নিরাপত্তার সুরক্ষায় আরও বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে আর শত্রু বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনীর মনোবল বাড়াবে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ  কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শত্রুতামূলক নীতি বজায় রেখেছে। ২০১৯ সালের পর থেকে স্থগিত রয়েছে পিয়ংইয়ং ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা।

সর্বশেষ খবর