বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রেসিডেন্ট হত্যায় জড়িত হাইতির প্রধানমন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রেসিডেন্ট হত্যায় জড়িত হাইতির প্রধানমন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা

অ্যারিলে হেনরি

হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যায় জড়িত থাকার অভিযোগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যারিলে হেনরির বিরুদ্ধে। ওই হত্যা মামলা তদন্তাধীন। বিবিসি জানিয়েছে, অ্যারিয়েল হেনরির বিরুদ্ধে চার্জ গঠনের আহ্‌বান জানিয়েছেন প্রধান প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লাউডি। প্রেসিডেন্ট ময়িজ হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি জোসেফ ফেলিক্স বাদিলোর সঙ্গে কী সম্পর্ক তা ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রধানমন্ত্রী হেনরিকে। এখন পর্যন্ত যেসব রেকর্ডপত্র পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টকে হত্যার কয়েক ঘণ্টা পর জোসেফ ফেলিক্স বাদিলোর সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। এ দাবি করেছেন প্রসিকিউশন থেকে। প্রেসিডেন্ট ময়িজ হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন জোসেফ ফেলিক্স বাদিওর সঙ্গে হেনরির সম্পৃক্ততার বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত ৭ জুলাই ময়িজকে নিজ বাড়িতে হত্যা করা হয়। আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝ রাতে হামলা চালায়। দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। আর এ হত্যা মিশনে অংশ নেয় ২৮ জন বিদেশি ঘাতক। ৫৩ বছর বয়সী জোভেনেল ময়িজ ক্ষমতায় আসেন ২০১৭ সালে। এদিকে সোমবার প্রধান প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লাউডিকে বরখাস্ত করে একটি চিঠি পাঠান প্রধানমন্ত্রী হেনরি। এতে তিনি প্রকিসিউটরের বিরুদ্ধে মারাত্মক প্রশাসনিক অপরাধের অভিযোগ উত্থাপন করেন। তবে কি সেই অপরাধ তার বিস্তারিত জানানো হয়নি। প্রসিকিউটর ক্লাউডিকে বরখাস্ত করে তার পদে একজনকে মনোনয়নও দিয়ে দেন।

কিন্তু মঙ্গলবার নিজের পদে আসীন এমন অবস্থান নিয়ে আদালতে হাজির হন প্রধান প্রসিকিউটর ক্লাউডি।

তিনি বিচারকের কাছে আবেদন করেন, সাবেক প্রেসিডেন্ট মোইজকে হত্যায় প্রধানমন্ত্রী জড়িত কিনা তা তদন্ত হওয়া দরকার। কারণ, এই মামলায় তিনি ‘সন্দেহজনকভাবে’ জড়িত। হাইতি বিষয়ে জানেন এমন সূত্রগুলো বলেছে, প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত করার এক্তিয়ার প্রধানমন্ত্রীর নেই। অন্যদিকে বেশ কিছু হুমকি পাওয়ার পর প্রসিকিউটর ক্লাইডিকে সুরক্ষা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির আইনমন্ত্রী।

সর্বশেষ খবর