শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সু চিকে আজীবন কারাগারে রাখতে আরও মামলা

সু চিকে আজীবন কারাগারে রাখতে আরও মামলা

মিয়ানমারে গণতন্ত্রকামীদের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সেনাবাহিনী। এবার নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও এক দুর্নীতির মামলা করল দেশটির জান্তা সরকার। গতকাল এ কথা জানিয়েছেন সু চির আইনজীবী খিন মং ঝাও। তিনি জানান, শান্তিতে নোবেল জয়ী এই নেত্রীর বিরুদ্ধে নতুন করে দুর্নীতির চারটি অভিযোগ আনা হয়েছে। আগামী ১ অক্টোবর রাজধানী নেপিদোতে বিচারকাজ শুরু হচ্ছে। ৭৬ বয়সী গৃহবন্দী সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির বিচারকাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেকটির জন্য ১৫ বছরের সাজা হতে পারে তার। সামরিক সরকার সু চিকে দশকের পর দশক বন্দী রাখার ব্যবস্থা করছে বলে অভিযোগ করেন আইনজীবী। গত ১ ফেব্রুয়ারি বন্দুকের নলের মুখে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। তারপর থেকেই গৃহবন্দী সু চি। এখন জান্তা সরকার চাচ্ছে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ চাপিয়ে দিতে।

সর্বশেষ খবর