শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদেশে বিপদে শত শত আফগান কূটনীতিক

তালেবান অপ্রত্যাশিতভাবে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেওয়ায় বিদেশে বেকায়দায় পড়েছেন শত শত আফগান কূটনীতিক। তাদের কাজ চালানোর অর্থ ফুরিয়ে যাচ্ছে। দেশে থাকা পরিবার নিয়ে রয়েছে দুশ্চিন্তা। মরিয়া হয়ে তারা এখন বিদেশেই আশ্রয় খুঁজছেন। আফগানিস্তানে তালেবান গত ১৫ আগস্ট পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর সম্প্রতি তারা বলেছে, তারা সব দেশেই দূতাবাসগুলোতে চিঠি দিয়ে আফগান কূটনীতিকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে রয়টার্সের সঙ্গে কথা বলা নাম প্রকাশে অনিচ্ছুক ৮ দূতাবাসকর্মী নিজ নিজ দূতাবাসে স্থবিরতা এবং হতাশা দেখা দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে কানাডা, জার্মানি ও জাপানের আফগান দূতাবাসের কর্মীরাও রয়েছেন। বার্লিনে নিযুক্ত এক আফগান কূটনীতিক বলেন, ‘এখানে আমার সহকর্মীরা এবং আরও বহু দেশের কর্মীরা সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের আশ্রয় দেওয়ার জন্য আবেদন করছেন।’

 

সর্বশেষ খবর