সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তিন দিন মহাকাশে কাটিয়ে...

তিন দিন মহাকাশে কাটিয়ে...

মহাশূন্যে ধনকুবের জ্যারেড ইসাকসন ও তাঁর সঙ্গীরা -এএফপি

অর্থ থাকলে শখেরও শেষ থাকে না। অদ্ভুত সব শখে এন্তার টাকা খরচ করেন। কেউ কেনেন দুষ্প্র্রাপ্য, দুর্মূল্য পেইন্টিং, কেউ বাড়ি। তবে এখন সেই তালিকায় যোগ হয়েছে মহাকাশ ভ্রমণ। রিচার্ড ব্র্যানসন, জেফ বেজোসের পর এবার মহাকাশে সময় কাটিয়ে এলেন ধনকুবের জ্যারেড ইসাকসন। এই সফর ছিল তিন দিনের। শনিবার নিরাপদে তিন সফরসঙ্গীকে নিয়ে ফিরে এসেছেন এই ধরিত্রীতে। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে তাদের অবতরণ স্থলভাগে ছিল না, ছিল আটলান্টিক মহাসাগরে। এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর যানে চেপেই মহাকাশে গিয়েছিলেন ইসাকসনরা। আগের দুই মহাকাশ ভ্রমণের থেকে সবদিক থেকেই বড় ছিল এই ভ্রমণ। প্রথমত, ইসাকসনরা মহাকাশে কাটিয়েছেন পাক্কা তিন দিন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকেও ৫৭৫ কিমি বেশি দূরে গিয়েছিল স্পেসএক্স-এর যানটি। প্রতিদিন ১৫ বার করে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল সেটি। এই ভ্রমণের পেছনে জনপ্রতি গড়ে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ডলার। ‘শিফটফরপেমেন্টস’ সংস্থার প্রতিষ্ঠাতা ইসাকসন অন্য সঙ্গীদের খরচও বহন করেছেন। ইসাকসনের সঙ্গে ছিলেন, হ্যালি আরসিনক্স (২৯), অধ্যাপক সিয়ান প্রোক্টর (৫১) এবং ক্রিস সেম্ব্রস্কিকে (৪২)। এরা প্রত্যেকেই আমেরিকান তবে কেউই ইসাকসনের পরিচিত নন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ফ্লোরিডার উপকূলে এসে নামে স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুল। ওখানে পৌঁছে যায় স্পেসএক্স-এর বোট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর