বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

উপনির্বাচনে আমায় শতভাগ ভোট দিয়ে জিতিয়ে আনুন : মমতা

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি বিধানসভায় ভবানীপুর আসনের উপনির্বাচনে তাঁকে শতভাগ ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য আকুল আবেদন জানিয়েছেন। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দক্ষিণ কলকাতার ‘ভবানীপুর’ বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারণা সভায় গতকাল ভোটারদের উদ্দেশে মমতা বলেন, আপনার একটা ভোট না পেলে আমার ক্ষতি হয়ে যাবে। একটা ভোট না পেলে আমাকে আপনারা আর মুখ্যমন্ত্রী হিসেবে পাবেন না।

তাই ‘ঝড়, বৃষ্টি, পানি- যা-ই হোক না কেন এক শোয় এক শ জনকেই বেরোতে হবে ভোট দেওয়ার জন্য। কারণ লড়াইটা অনেক বড়।’ তাঁর প্রশ্ন- আমি যদি জিততে না পারি তবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর), নোট বাতিল, বিজেপির দাঙ্গার বিরুদ্ধে কে লড়াই করবে? আপনারা কেবল এখানে গাছের চারাটা পুঁতে দিন, দিল্লিতে গিয়ে সে চারা বড় হবে।

গতকালের নির্বাচনী প্রচারণা থেকে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘ওরা যদি নিজেদের বুনো ওল মনে করে তবে আমরাও বাঘা তেঁতুল। আমরা লড়তে পারি, লড়াইকে আমরা ভয় পাই না।’

বিজেপিকে দেশ থেকে উৎখাতের ডাক দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমরা ভারতের বিভিন্ন জায়গায় লড়াই করব। প্রয়োজনে ত্রিপুরা, আসাম, গোয়া, উত্তর প্রদেশে খেলা হবে এবং বিজেপিকে জানতে হবে যে তাদের হারানোর জন্য খেলার লোক এসে গেছে। আমরা খেলব, লড়াই করব, জিতব এবং বিজেপিকে আমরা দেশ থেকে হটাব। এটাই আমাদের শপথ।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘প্রত্যেক ভারতবাসী তার দেশকে ভালোবাসে। কিন্তু মোদি ও অমিতজিকে বলতে চাই- আমরা ভারতকে তালেবান বানাতে দেব না। ভারত ভারতই থাকবে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, আবুল কালাম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সর্দার বল্লভভাই প্যাটেল, গুরু নানক, গৌতম বুদ্ধ- সবাই একসঙ্গে থাকবেন কিন্তু আমরা এ ভারত ও পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেব না।’

সর্বশেষ খবর