রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ইয়েমেনে সংঘাতে নিহত ১৪০

ইয়েমেনের সেনাবাহিনী ও সশস্ত্র হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতে ১৪০ জনের বেশি নিহত হয়েছেন। চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় কৌশলগত মারিব শহরে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার এমন খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্বাস্থ্য দফতর। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে জানা গেছে, গত চার দিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা প্রাণ হারান। উভয়পক্ষের যুদ্ধে ইরান সমর্থিত ৯৩ হুতি বিদ্রোহীও নিহত হন। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও হুতি বিদ্রোহীদের পক্ষ তাদের সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী। ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান   পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর