শিরোনাম
শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ট্রাম্পের দোহা চুক্তিই তালেবানকে ক্ষমতায় বসিয়েছে

শুনানিতে মার্কিন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা

ট্রাম্পের দোহা চুক্তিই তালেবানকে ক্ষমতায় বসিয়েছে

ফুরফুরে মেজাজে তালেবান। গত পরশু তাদের অনেক সদস্য জলদস্যুদের ব্যবহৃত জাহাজ নিয়ে ভ্রমণে বের হন -এএফপি

তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পেছনে গোষ্ঠীটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা। গত বছরের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় তালেবান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। যা দোহা চুক্তি নামে পরিচিত। সে চুক্তিই তালেবানের আফগানিস্তান দখলের পেছনে ভূমিকা রেখেছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। দোহা চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, আফগান সরকার ও মার্কিন সেনাবাহিনীর ওপর দোহা চুক্তির ধ্বংসাত্মক প্রভাব পড়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে আফগানিস্তান থেকে সেনা ও নাগরিক প্রত্যাহার কার্যক্রম তদারক করেন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সহমত পোষণ করে বলেছেন, চুক্তিটি তালেবানকে ‘আরও শক্তিশালী’ হতে সাহায্য করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির কাছে দেওয়া সাক্ষ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তারা এসব মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

দোহা চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত হয়। এ কারণে তালেবান যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠা আল-কায়েদাকে প্রতিরোধ করার সুযোগ পেয়েছে। এ ক্ষেত্রে আগের জারি করা কঠোর নিয়মকানুন অনেকটাই শিথিল হয়েছে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের সময়সীমা কিছুটা পিছিয়ে দেন। মে মাসের বদলে তিনি ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। হাউস অব রিপ্রেজেনটেটিভ আর্মস সার্ভিসের কমিটিতে বুধবার জেনারেল ম্যাকেঞ্জি বলেন, দোহা চুক্তি আফগান সরকারের ওপর শক্তিশালী মনস্তাত্তি¡ক প্রভাব ফেলতে পেরেছিল। আফগান সরকার বুঝতে পেরেছিল যে নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই তাদের দেওয়া সব সহায়তা বন্ধ হয়ে যাবে। ম্যাকেঞ্জি আরও বলেন, দোহা চুক্তির পর গত এপ্রিলে প্রেসিডেন্ট বাইডেন সেনা কমানোর যে ঘোষণা দেন তা ছিল কফিনে ঠোকা শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, দোহা চুক্তি অনুসারে তালেবানের ওপর মার্কিন বিমান হামলা বন্ধের সিদ্ধান্ত তালেবানকে আরও শক্তিশালী করেছে। তালেবান আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। সাপ্তাহিক হিসেবে তালেবানের হামলায় আফগানদের মৃত্যু বেড়েছে। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে ও ম্যাকেঞ্জি মঙ্গলবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতে বলেন, তাঁরা আফগানিস্তানে আড়াই হাজার সেনা রাখার সুপারিশ করেছিলেন। জেনারেল মিলে এমনও বলেন, তালেবানের ক্ষমতা দখলের কারণে সন্ত্রাসী হামলা থেকে আমেরিকানদের রক্ষা করা কঠিন। তিনি তালেবানকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করে বলেন, তালেবান এখনো আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।

সর্বশেষ খবর