শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মমতার ভাগ্য নির্ধারণ কাল

মমতার ভাগ্য নির্ধারণ কাল

দুই দিন ধরে ভারতের নজর ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছে প্রধান পরীক্ষা। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতায় এ নির্বাচনে হারলে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না মমতা। ৩ অক্টোবর রবিবার জানানো হবে এ ভোটের ফল। প্রত্যাশা মতো জিতবেন মমতা? নাকি বড় কোনো বিপর্যয়! সেই দিকেই আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী। বৃহস্পতিবার ভবানীপুরসহ তিন আসনে ভোট হয়েছে নির্বিঘ্নে। বিপুল ভোট পড়ছে মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। সেই তুলনায় ভোটদানের হারে পিছিয়ে দক্ষিণ কলকাতার ভবানীপুর। গতকাল দেশটির নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভবানীপুরে ভোটদানের হার ৫৭.০৯ শতাংশ। শমসেরগঞ্জে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ এবং জঙ্গিপুরে ৭৭.৬৩ শতাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরে মমতার জয় হবে। ২০১১ সালের উপনির্বাচনে এ কেন্দ্র থেকে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তিনি। তৃণমূলের দুর্গ ভবানীপুরে জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে তৃণমূল।

সর্বশেষ খবর