শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে ফ্রান্স

ফ্রান্স এবার অবৈধ অভিবাসন ইস্যুতে আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চলেছে। এসব দেশ থেকে আসা অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ফ্রান্সের ভিসা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। জানা গেছে, মাগরেব অঞ্চলের দেশ তিনটি ‘অবৈধ অভিবাসন-প্রত্যাশীদের’ ফেরানোর বিষয়ে অসহযোগিতা করায় ফ্রান্স সরকারের এই সিদ্ধান্ত। সম্প্রতি ফ্রান্সের ডানপন্থি দলগুলো অভিবাসন সংক্রান্ত আইন কঠোর করার দাবি তুলেছে।

সর্বশেষ খবর