শিরোনাম
রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘মমতা জিতবেনই, তবে কত ভোটে?’ জল্পনা চলছেই

দীপক দেবনাথ, কলকাতা

‘মমতা জিতবেনই, তবে কত ভোটে?’ জল্পনা চলছেই

পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসন এলাকায় দুই দিন ধরে একটা কথাই বলাবলি হচ্ছে- ‘উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো জিতবেনই। তবে কত ভোটের ব্যবধানে জয়ী হবেন?’ মমতা হারবেন এমন আশঙ্কা যারা করেন তাদের সংখ্যা একেবারেই নগণ্য। আজ রবিবার সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্যে ভবানীপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে ভোট গণনা শুরু হচ্ছে। বেলা ১২টার মধ্যেই ভোট ব্যবধানের ছবি পরিষ্কার হতে শুরু করবে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসে, তাঁর প্রতি আবেগ থেকে এই ভোট দিয়েছেন। মমতার জয়ের ব্যবধান খুব ভালো হবে। এমন কি শোভন দেবের জয়ের ব্যবধানকেও ছাড়িয়ে যাবে।’  ভবানীপুরের বাসিন্দা দেবাশীষ কর জানান, ‘মমতা ব্যানার্জি অন্তত ৫০ হাজারের বেশি ভোটে জিতবেন। উনি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য যে কাজ করেছেন- বিনামূল্যে চাল, ডাল, কন্যাশ্রী- সেদিকে তাকিয়েই মানুষ দুই হাত ঢেলে তাকে ভোট দিয়েছেন।’ আত্মবিশ্বাসের সঙ্গে রাহুল সেন নামে আরেক তরুণ জানান, ‘মমতা ব্যানার্জি যেভাবে ভবানীপুরে কাজ করেছেন, সেখানে দাঁড়িয়ে অন্তত ৭০ থেকে ৭৫ হাজার ভোটে জিতবেন বলে আমি আশা করছি।

সর্বশেষ খবর