রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মেয়েকে রাজনীতিতে আসার সুযোগ করে দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। দুতার্তে বলেছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও নির্বাচনে লড়বেন না। সূত্র : এনডিটিভি।

খবরে বলা হয়, চলতি বছরের আগস্টে দুতার্তে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেন। কিন্তু অনেকেই তা ভালোভাবে নেননি। পর্দার আড়াল  থেকে ক্ষমতা নিজের হাতে রেখে দিতে চান দুতার্তে- এমন গুঞ্জনও উঠেছিল। এরই মধ্যে এবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কবে থেকে তিনি রাজনীতি করবেন না তা বলেননি।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দুর্তাতে বলেন, ‘ফিলিপিনোর মধ্যে অনেকে মনে করেন, আমি ভাইস প্রেসিডেন্ট পদে যোগ্য নই, এ পদে নির্বাচনী লড়াই করলে সংবিধান লঙ্ঘিত হবে, এটা সংবিধানের আদর্শের জন্য যায় না। আজ আমি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

 

সর্বশেষ খবর