রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টিকাদানে শীর্ষে থেকেও করোনা শনাক্তের রেকর্ড সিঙ্গাপুরে

টিকাদানে শীর্ষে থেকেও সিঙ্গাপুরে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। করোনা মহামারী শুরুর পর শুক্রবার একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন ২ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৫৬ জন করোনা রোগী ভর্তি আছে। অক্সিজেন সংকটে রয়েছেন ২২২ জন এবং ৩৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিঙ্গাপুরে গত ২৮ দিনে যে ৩১ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের ৯৮ দশমিক ২ শতাংশের দেহেই কোনো লক্ষণ ছিল না। বৃহস্পতিবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ করোনাভাইরাসের দুই ডোজ এবং ৮৫ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণের হারে যা বিশ্বে সর্বোচ্চ। ভাইরাসের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল হিসেবে এ বছরের আগস্টে দেশটি করোনার বিধিনিষেধ তুলে নেয়। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের রেস্তোরাঁয় খাওয়ার অনুমতি এবং পাঁচজনকে এক জায়গায় থাকার অনুমতি দেওয়া হয়।

সর্বশেষ খবর