সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অবশেষে অনুমোদনের পথে স্পুটনিক ভি টিকা

করোনার প্রথম টিকা তৈরি করে রাশিয়া। নাম স্পুটনিক ভি। কিন্তু সেই টিকা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার-হু অনুমোদন পায়নি। ফলে বাণিজ্যিকভাবে এখনো সফল হতে পারেনি স্পুটনিক। সেই স্পুটনিক ভি এবার অনুমোদন পেতে যাচ্ছে হু’র। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, সামান্য কিছু কাজ শেষ হলেই অনুমোদন পাবে এ টিকা। তিনি আরও জানান, সংস্থাটির নিবন্ধন পেতে এর মধ্যেই সব বাধা দূর হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে রাশিয়ায় ব্যাপক হারে দেওয়া হচ্ছে স্পুটনিক ভি টিকা। পাশাপাশি বিশ্বের ৭০টির বেশি দেশেও অনুমোদন পেয়েছে টিকাটি। স্পুটনিক ভি নিয়ে আলোচনা করতে জেনেভা শহরে হু’র প্রধান গেব্রেয়াসুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মুরাশকো।

সর্বশেষ খবর