সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে মিছিল

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে গর্ভপাতের অধিকারের দাবিতে হাজার হাজার মানুষ মিছিল করেছে। টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন একটি আইন করা হয়েছে, হাজার হাজার মানুষ মিছিল করে সেই আইনের বিরোধিতা করে রাজপথে নেমেছে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যারা গর্ভপাতের অধিকারের পক্ষে তাদের আশঙ্কা, সামনের দিনগুলোতে দেশটিতে এ সাংবিধানিক অধিকার তুলে নেওয়া হতে পারে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি হতে যাচ্ছে, যে শুনানিতে ১৯৭৩ সালের রো বনাম ওয়েড মামলায় দেওয়া ঐতিহাসিক আদেশ উল্টে যেতে পারে বলে কারও কারও ধারণা। ওই আদেশেই যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাত বৈধতা পায়।

শনিবার ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের অধিকারের সমর্থকরা সুপ্রিম কোর্ট ভবনের দিকে মিছিল নিয়ে যায়, তাদের হাতে ধরা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘গর্ভপাতকে বৈধতা দাও’।

সর্বশেষ খবর