শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাষ্ট্রদূতকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে ফ্রান্স

অবশেষে রাগ কমেছে ফ্রান্সের। আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন ফরাসি রাষ্ট্রদূত জিন পিয়ের থিবল্ট। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। কিছুদিন আগেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন জোট তৈরি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১৫ সেপ্টেম্বর তিন দেশের সরকারপ্রধান এ জোটের ঘোষণা দেন। চুক্তি অনুসারে, অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ফ্রান্স। কারণ ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে পারমাণুবিক সাবমেরিন কিনতে কয়েকশ কোটি ডলারের চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই চুক্তি বাদ দিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সঙ্গে নতুন চুক্তি করেছে অজি সরকার। তাতেই ক্ষেপে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এরপরেই তিনি যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে তার দেশের রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠান।

সর্বশেষ খবর