শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভয়ংকর পানামা জঙ্গল পাড়ি দিতে ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে অবৈধ পথে ঢুকতে গিয়ে পানামা জঙ্গল পাড়ি দিতে চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৫৩ জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। বুধবার পানামার প্রসিকিউটর কার্যালয় এ কথা জানায়। দেশটির দ্য ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সস অব পানামা দারিয়েন প্রদেশে বিভিন্নভাবে ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর কথা নথিভুক্ত করেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। পানামা ও কলম্বিয়া সীমান্তবর্তী এ দারিয়েনে জঙ্গল পাড়ি দিতে গিয়ে গত বছর ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। জোসে ভিনসেন্টে পাসার বলছেন, প্রাণহানির এ সংখ্যা বেড়ে যাওয়াই স্বাভাবিক। কারণ ২০১২ সালে দারিয়েন গ্যাপ দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যাতায়াত বেড়ে গেছে। পানামা কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোক দারিয়েন গ্যাপ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এ সংখ্যা গত পাঁচ বছরের সমান।

উল্লেখ্য, এ জঙ্গলপথ খুবই ভয়ংকর। কারণ প্রাকৃতিক হুমকি ছাড়াও অপরাধীদের উপদ্রব এখানে অনেক বেশি। তারা নিয়মিতই ডাকাতি এবং ভ্রমণকারীদের ধর্ষণও করে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর