সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ভারতে গাড়িচাপায় কৃষক হত্যা

অবশেষে গ্রেফতার সেই মন্ত্রীপুত্র

অবশেষে গ্রেফতার সেই মন্ত্রীপুত্র

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাড়িচাপায় কৃষক হত্যা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। গতকাল এনডিটিভি জানায়, শনিবার লখিমপুর খেরিতে ১২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর আশিসকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে আশিস উত্তর এড়ানোর চেষ্টা করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করেননি। গত সপ্তাহে লখিমপুর খেরিতে গাড়িচাপায় চার কৃষককে হত্যার ঘটনা ঘটে। আশিস মিশ্র কৃষকদের বিক্ষোভে গাড়ি চালিয়ে দেন। এতে চার কৃষকের মৃত্যু হয়। কিন্তু তিনি ও তার বাবা এ অভিযোগ অস্বীকার করেন। কৃষক হত্যার ঘটনায় মামলা হওয়ার পাঁচ দিন পর গতকাল রাতে আশিসকে গ্রেফতার করা হয়। আশিসের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করার কথা ছিল। কিন্তু তাকে গ্রেফতারে গড়িমসি করা হচ্ছিল।

 তাই এ নিয়ে প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়ের কারণে তার ছেলে আশিসকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এমনকি গ্রেফতারের এক দিন আগেও তিনি পুলিশি সমনে সাড়া দেননি। উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ সূত্রের তথ্যমতে, গত সপ্তাহে গাড়িচাপার ঘটনার সময় আশিস ঠিক কোথায় ছিলেন, সে ব্যাপারে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

সর্বশেষ খবর