বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইরানি হ্যাকারদের কবলে মার্কিন-ইইউ-ইসরায়েলি কোম্পানি

ইরানের হ্যাকাররা এবার ২৫০টির বেশি মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি হ্যাক করার দাবি জানিয়েছেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পৃক্ত ২৫০টির বেশি মাইক্রোসফট অফিসের ৩৬৫টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এক্সটেনসিভ পাসওয়ার্ড স্প্রেয়িংয়ের মাধ্যমে এ হ্যাক করা হয়। খবর সিএনএন ও জেরুজালেম পোস্টের। মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্স সেন্টার (এমএসটিআইসি) গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। মাইক্রোসফট বলছে, ইরানের জাতীয় স্বার্থের প্রতি সমর্থন জানাতেই হয়তো এ হ্যাক করা হয়েছে। মূলত পারস্য উপসাগরে চলাচলকারী এবং বৈশ্বিক সামুদ্রিক পরিবহন কোম্পানিগুলোকে টার্গেট করে হ্যাকাররা, যাদের মধ্যপ্রাচ্যে ব্যবসা রয়েছে। যেসব কোম্পানি হ্যাকিংয়ের শিকার সেগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলি সরকারের হয়ে কাজ করে। এ প্রতিরক্ষা কোম্পানিগুলো মিলিটারি-গ্রেড রাডার, ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট সিস্টেম ও ইমারজেন্সি রেসপন্স কমিউনিকেশন সিস্টেম তৈরি করে। যদিও এ নিয়ে যুক্তরাষ্ট্র, ইইউ ও ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সর্বশেষ খবর