বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ভারতে কৃষক হত্যা

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাহুল প্রিয়াঙ্কার, মন্ত্রীর ইস্তফা দাবি

কলকাতা প্রতিনিধি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাহুল প্রিয়াঙ্কার, মন্ত্রীর ইস্তফা দাবি

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের এক প্রতিনিধি দল। সাত সদস্যের ওই প্রতিনিধি দলে রাহুল ছাড়াও ছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেতা এ কে আন্টনি, মল্লিকার্জুন খাড়গে, গোলাম নবী আজাদ, অধীর রঞ্জন চৌধুরী, কে সি বেণুগোপাল প্রমুখ। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পদত্যাগও দাবি করেছেন।

পরে গণমাধ্যমের কর্মীদের সামনে রাহুল গান্ধী বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগের দাবি জানিয়েছি। কারণ উনি মন্ত্রী থাকলে এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সম্ভব নয়। ঠিক সেরকমভাবে সুপ্রিম কোর্টের দুজন কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্তও দাবি করেছি।’

সর্বশেষ খবর