শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

‘স্টার ট্রেক’ তারকা মহাশূন্যে দেখলেন সবকিছু অন্ধকার

‘স্টার ট্রেক’ তারকা মহাশূন্যে দেখলেন সবকিছু অন্ধকার

আজ থেকে ৫৫ বছর আগে আমেরিকায় যখন প্রিমিয়ার শো হয়েছিল দুনিয়া কাঁপানো টেলিভিশন সিরিয়াল ‘স্টার ট্রেক-অরিজিনাল সিরিজ’-এর তখন তাঁর বয়স ছিল ৩৫। ক্যাপ্টেন জেমস কার্কের মতো একটি অসমসাহসী চরিত্র। যা তাঁকে রাতারাতি চিনিয়ে দিয়েছিল বিশ্বকে। কানাডার সেই অভিনেতা উইলিয়াম শাটনার বুধবার মহাকাশে গেলেন ৯০ বছর বয়সে। ধনকুবের জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের বানানো ‘নিউ শেফার্ড’ রকেটে চেপে। সঙ্গে আরও দুজন। ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার ওপরে আকাশ এবং মহাকাশের প্রান্তসীমায়। অবতরণের পর কান্নায় ভেঙে পড়েন শাটনার। তিনি বলেন, মাত্র যা ঘটল তা নিয়ে বেশ আবেগাপ্লুত আমি। এ অভিজ্ঞতা অসাধারণ। আমার জীবনের চেয়ে অনেক বড়। বিশালতা, দ্রুততা এবং জীবন-মৃত্যুর আকস্মিকতার সঙ্গে সম্পর্কিত এটি। নীল সীমানার বাইরে গেলেই আপনি দেখতে পাবেন কেবল অন্ধকার... পৃথিবীর প্রত্যেকেরই এটি দেখা দরকার,’ বলেন তিনি।

মহাকাশের সর্বাধিক স্বীকৃত সীমানা, কারমান লাইন অতিক্রম করেন তারা। লাইন অতিক্রমের পর, তিন থেকে চার মিনিটের জন্য ওজনহীনতা অনুভব করেন রকেটের ক্রুরা। ১০ মিনিট ৩০ সেকেন্ডের এ অভিযান শেষে পৃথিবীর বায়ুমন্ডলে পুনরায় প্রবেশ করে তাদের ক্যাপসুল। দ্য গার্ডিয়ান

সর্বশেষ খবর