শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংসদ ভেঙে দিয়ে জাপানে নির্বাচনের তারিখ ঘোষণা

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা ফুমিও কিশিদা। একই সঙ্গে তিনি নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করেছেন। আগামী ৩১ অক্টোবর এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নতুন নির্বাচনের তারিখের মধ্যে ব্যবধান মাত্র ১৭ দিন। জাপানের সংবিধানে বলা আছে, নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ সরকারকে নির্ধারণ করে নিতে হবে। গত ৪ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর ১০ দিনের মাথায় নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন তিনি। কারণ, ৪ বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ ২১ অক্টোবর উত্তীর্ণ হয়ে যাবে। এমন অবস্থায় নতুন নির্বাচনের আয়োজন করাটা নতুন প্রধানমন্ত্রীর জন্য সাংবিধানিকভাবে অগ্রাধিকারের বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের গণতান্ত্রিক ইতিহাসে এবারই প্রথম নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সব কটি নির্বাচন অনুষ্ঠিত হয় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে। জাপানের নিম্নকক্ষে মোট আসনসংখ্যা ৪৬৫টি। সরকার গঠনের জন্য ২৩৩টি আসন দরকার।

সর্বশেষ খবর