রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত বেড়ে ৪৭

আইএসের দায় স্বীকার

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত বেড়ে ৪৭

আফগানিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে এক ব্যক্তির লাশ সমাহিত করার প্রস্তুতি নিতে দেখা যায় স্বজনদের -এএফপি

আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। গত শুক্রবার কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে জুমার নামাজের সময় হামলা হয়। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অর্ধশত মানুষ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎকরা।

ওইদিন বিবি ফাতিমা মসজিদে প্রায় ৫০০ মানুষ নামাজ পড়তে এসেছিলেন। হামলার দায় স্বীকার করে শুক্রবারই বিবৃতি দিয়েছে আফগান আইএস। জঙ্গিদের মুখপাত্র জানায়, মসজিদের দুই জায়গায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, চার আত্মঘাতী হামলাকারীকে দেখেছেন তারা। গত সপ্তাহের জুমার নামাজের সময় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদেও হামলার দায় স্বীকার করে আইএস।

এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এ নিয়ে দুই বার হামলার ঘটনা ঘটলো। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ক্ষতিপূরণের প্রস্তাব ওয়াশিংটনের : আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় নিহত ১০ আফগানের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ভুক্তভোগীরা যদি যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হতে চান তাদের সর্বোচ্চ সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। পেন্টাগন জানায়, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কলিন কাহল ও আফগানিস্তানে সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রধান স্টিভেন কোওনের বৈঠকে সহায়তারও বিষয়টি উঠে আসে।

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দর দিয়ে যখন উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছিল তখন আত্মঘাতী বোমা হামলা চালায় আফগান আইএস। এতে মার্কিন সেনাসহ ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ২৯ আগস্ট কাবুলে ড্রোন অভিযান পরিচালনা করলে শিশুসহ ১০ বেসামরিক নিহত হন। পরবর্তীতে সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের তদন্তে উঠে আসে, আফগান আইএসের আত্মঘাতী হামলাকারীকে হত্যার উদ্দেশে চালানো ড্রোন হামলাটি ভুলবশত বেসামরিকদের টার্গেট করা হয়। এমন ঘটনাকে ‘মর্মান্তিক ভুল’ অ্যাখ্যা দেন মার্কিন জেনারেল ম্যাকেঞ্জি। আল জাজিরা।

সর্বশেষ খবর