রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা অর্ধ কোটির কাছাকাছি

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা অর্ধ কোটির কাছাকাছি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সকাল পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছায় ৪৯ লাখ ৭ হাজারে। বর্তমানে প্রতি ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭ হাজারের বেশি। এ হিসাবে আজ বিশ্বে মোট মৃতের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, গত শুক্রবার ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৬৬ জন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৭ লাখ ৪৩ হাজার ৮৮০ জন মারা গেছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৬৮৭ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৪৭ জনের। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৩ জন। তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৬ জনের। এর মধ্যে ৬ লাখ ২ হাজার ৭২৭ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৩৯ জন এবং মারা গেছেন ৫২৬ জন।   এ তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে। -ওয়ার্ল্ডোমিটার

সর্বশেষ খবর