রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রাশিয়ায় এক দিনে রেকর্ড মৃত্যু

প্রাণঘাতী করোনা সংক্রমণে রাশিয়ায় এক দিনে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পর প্রথমবার এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো। দেশটিতে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই, এমনকি ভ্যাকসিন কর্মসূচিও আশানুরূপ হচ্ছে না।

গতকাল  সরকারি এক হিসাব অনুযায়ী, রাশিয়ায় নতুন করে এক দিনে ৩৩ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজারের বেশি মানুষ। গত তিনদিন ধরেই সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড হচ্ছে রাশিয়ায়। গোগোভ ওয়েবসাইট অনুযায়ী, শনিবার পর্যন্ত রাশিয়ায় মাত্র ৩১ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। করোনার কঠোর বিধিনিষেধের অভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশের ভ্যাকসিনের হার আশানুরূপ না হলেও নতুন করে বিধিনিষেধের কথা ভাবছে না ক্রেমলিন। এর বদলে দেশের অর্থনীতির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর