মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

যৌন পেশা বিলোপের প্রতিশ্রুতি স্পেনের প্রধানমন্ত্রীর

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আইন করে দেশে যৌন পেশা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার ভ্যালেন্সিয়ায় তার দল সোশ্যালিস্ট পার্টির তিন দিনের কংগ্রেস শেষে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে বিবিসি। যৌন পেশা নারীদের ‘দাসে’ পরিণত করে বলে মন্তব্য করেছেন সানচেজ। স্পেনে ১৯৯৫ সালে যৌন পেশার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। ২০১৬ সালে জাতিসংঘের এক হিসাবে বলা হয়, দেশটির যৌন খাত ৩.৭ বিলিয়ন ইউরোর শিল্পে পরিণত হয়েছে। ২০০৯ সালে করা এক জরিপে দেখা যায়, প্রতি তিনজন স্পেনীয় পুরুষের মধ্যে একজন যৌনতার জন্য অর্থ খরচ করেন। এরপর ওই একই সালে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে যৌনতার জন্য অর্থ খরচ করা পুরুষের সংখ্যা ৩৯ শতাংশ বলে ধারণা দেওয়া হয়েছিল। ২০১১ সালে জাতিসংঘের এক সমীক্ষায় বিশ্বে পুয়ের্তো রিকো ও থাইল্যান্ডের পর স্পেনকে যৌন পেশার তৃতীয় বৃহত্তম কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছিল।

সর্বশেষ খবর