মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কভিডে মারা গেলেন কলিন পাওয়েল

কভিডে মারা গেলেন কলিন পাওয়েল

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল (৮৪) কভিডে  আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কলিন পাওয়েল। তিন রিপাবলিকান প্রেসিডেন্টের আমলে ঊর্ধ্বতন পদে থেকে দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদেও তিনি পৌঁছেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফেসবুকে কলিন পাওয়েলের পরিবার লিখেছে, ‘কভিড-১৯ জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জয়েন্ট চিফ অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল কলিন এল পাওয়েল আজ (সোমবার) সকালে বিদায় নিয়েছেন। আমরা একজন স্মরণীয় ও ভালোবাসার স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারালাম।’ কলিন পাওয়েল আমেরিকান সেনাবাহিনীর হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মেয়াদের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তিনি। এরপর জর্জ এইচ ডব্লিউ বুশের আমলে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পাওয়েল প্রেসিডেন্টদের এত পছন্দের ছিলেন যে, তিনি দুইবার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান।’

সর্বশেষ খবর