মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ১০০ বৃক্ষ রোপণ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ১০০ বৃক্ষ রোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গতকাল হাইকমিশন চত্বরে বিভিন্ন প্রজাতির ১০০ বৃক্ষ রোপণ করেছে। হাইকমিশনার মুহাম্মদ ইমরান বৃক্ষ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করে দিল্লির খ্যাতনামা স্বেচ্ছাসেবক সংগঠন প্লানটোলজি। সংগঠনটির নির্বাহী প্রধান রাধুকা আনন্দও বৃক্ষ রোপণে অংশ নেন। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা।

সন্ধ্যায় এ উপলক্ষে হাইকমিশনের বঙ্গবন্ধু হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হাইকমিশনার মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে আলোচনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনায় অংশ নেন মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর