মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হচ্ছে

বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনা শুরু করবে ইরান। আর সেটা আগামী বৃহস্পতিবার থেকে। জুনে এই আলোচনা স্থগিত হয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলাহিয়ানের সঙ্গে বৈঠকের পর রবিবার এ কথা বলেছেন ইরানের এমপি আহমেদ আলী রেজা বেগুই। তিনি দেশটির ফার্স বার্তা সংস্থাকে বলেছেন, ব্রাসেলসে ৪+১ গ্রুপের সঙ্গে এই আলোচনা শুরু হচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, চীন, ফ্রান্স ও রাশিয়া। সঙ্গে রয়েছে জার্মানি। ইরান এবং এই পাঁচটি দেশ এপ্রিলে আলোচনা শুরু করে ভিয়েনায়। এতে যোগ দেয় ইউরোপিয়ান ইউনিয়নও।

সর্বশেষ খবর