বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তলোয়ারটি ৯০০ বছরের পুরনো

তলোয়ারটি ৯০০ বছরের পুরনো

ইসরায়েলের উত্তরাঞ্চলের সমুদ্রে সাঁতার কাটছিলেন এক শখের ডুবুরি। হঠাৎ করে একটি তলোয়ার পেয়ে যান তিনি। ধারণা করা হচ্ছে প্রায় নয়শ’ বছর আগের তলোয়ারটি ব্যবহার করেছে ক্রুসেডার যোদ্ধারা। বিবিসি জানায়, হাইফা এলাকার অগভীর সমুদ্রে প্রায় এক মিটার দীর্ঘ এই তলোয়ার খুঁজে পান ডুবুরি স্লোমি ক্যাটজিন। তলোয়ারটির ওপরে বাসা বেঁধেছে সামুদ্রিক জীব। বালু সরে যাওয়ায় এটি দৃষ্টিগোচর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রত্নতত্ত¡ কর্তৃপক্ষ (আইএএ) জানিয়েছে, তলোয়ারটি পরিষ্কার করে সেটি খতিয়ে দেখার পর মানুষের প্রদর্শনীর জন্য রাখা হবে। ১০৯৫ সালে শুরু হওয়া ক্রুসেড চলেছে প্রায় এক শতাব্দী।

এতে ইউরোপের খ্রিস্টান ধর্মাবলম্বীরা মধ্যপ্রাচ্য জুড়ে ঘুরে বেরিয়েছে কেবল জেরুজালেম এবং মুসলমানদের অন্য পবিত্র ভূমির নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টায়। আইএএ’র সামুদ্রিক পূরাকীর্তি ইউনিটের প্রধান কোবি শারভিট বলেছেন, তলোয়ারটি পাওয়া গেছে কারমেল উপকূলে। ওই এলাকাটি কয়েক শতাব্দী ধরে উপকূলীয় বাণিজ্যিক পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোকে ঝড়ের সময় আশ্রয় দিয়েছে। তিনি বলেন, ‘এই কারণে যুগ যুগ ধরে বাণিজ্যিক জাহাজ এসেছে, পড়ে রয়েছে সমৃদ্ধ পূরাকীর্তি।’

গবেষকেরা অবাক হয়ে ধারণা করছেন তলোয়ারটির সঙ্গে সম্ভবত ক্রুসেডারদের আতলিট দুর্গের সম্পর্ক রয়েছে। কোবি শারভিট বলেন, ‘এতে লাগানো পাথরের কারণে অনেক ভারি আর এটির লোহার পাতটি খুবই বড়।’ কোবি শারভিট বলেন, ‘এর অর্থ হলো এই তলোয়ার যারা ব্যবহার করেছে তারা খুবই শক্তিশালী। তারা হয়তো আমাদের চেয়ে বড় ছিল, কিন্তু আমাদের চেয়ে শক্তিশালী ছিল তা নিশ্চিত।’

সর্বশেষ খবর