শিরোনাম
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চীন মোকাবিলায় আসামে রকেট সিস্টেম বসাল ভারত

চীন মোকাবিলায় আসামে রকেট সিস্টেম বসাল ভারত

একাধিকবার আলোচনার টেবিলে বসার পরও ভারত-চীন সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে চীন। এবার পাল্টা জবাব দিতে তৈরি হলো ভারত।

জানা গেছে, চীনা হুমকি মোকাবিলায় ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় পিনাকা ও স্মার্চ মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম মোতায়েন করেছে। পিনাকা ওয়েপন সিস্টেম হলো একটি রকেট আর্টিলারি সিস্টেম। এটি সমুদ্রপৃষ্ঠের সমান উচ্চতায় ৩৮ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বেশি উচ্চতায় এর পাল্লাও বেড়ে যায়। প্রতি ৪৪ সেকেন্ডের একটি ব্যাটারি ৭২টি রকেট ছুড়তে সক্ষম। এর মাধ্যমে ১ হাজার থেকে ৮০০ মিটার পর্যন্ত এলাকা নিরাপদ রাখা যায়।

ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার উদ্ভাবিত পিনাকা রকেট।

বিষয়টি নিয়ে ভারেতের লে. কর্নেল শরত বলেন, ‘দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এসব অস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ এবং সময় সচেতন শত্রু অবস্থানে দ্রুততম সময়ে আঘাত হানতে সক্ষম।’

ভারতের প্রচলিত রকেট সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পাল্লার হলো স্মার্চ। এর সর্বোচ্চ পাল্লা ৯০ কিলোমিটার পর্যন্ত। এর একটি ব্যাটারি ৪০ সেকেন্ডে ৪৮টি রকেট ছুড়তে সক্ষম আর প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার এলাকা সুরক্ষিত রাখতে সক্ষম।

সর্বশেষ খবর