শিরোনাম
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মার্কিন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

বিশ্বের ক্ষমতাসীন দেশগুলোর মধ্যে এখন শুরু হয়েছে হাইপারসোনিক (শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন) অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা। এরমধ্যে চীন ও রাশিয়া এই পরীক্ষায় পাস করেছে। কিন্তু আপাতত ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, হাইপার অস্ত্র নির্মাণে তাদের সর্বশেষ পরীক্ষা সফল হয়নি। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, হাইপারসোনিক গতি পাওয়ার জন্য রকেটে ব্যবহৃত একটি যন্ত্র ব্যর্থ হয়েছে।

রকেটটি ব্যর্থ হওয়াতে পেন্টাগন হাইপারসোনিক গাইড বডির পরীক্ষা করতে পারেনি। যা এমন অস্ত্র তৈরির জন্য মূল্য উপাদান। কর্মকর্তারা পরীক্ষাটির পর্যালোচনা শুরু করেছেন। বৃহস্পতিবার আলাস্কা অঙ্গরাজ্যের কোডিয়াকে অবস্থিত প্যাসিফিক স্পেসপোর্ট কমপেক্সে এই পরীক্ষা করা হয়।

চীন ও রাশিয়া নিজেদের হাইপারসোনিক অস্ত্র নির্মাণের কাজ এগিয়ে নেওয়ায় পেন্টাগন এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করছে। এর আগে এপ্রিলেও পেন্টাগনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল।

সর্বশেষ খবর