রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারের উত্তরাঞ্চলে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন

মিয়ানমারের উত্তরাঞ্চলে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন

অভ্যুত্থানের পর থেকে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে থাকা মিয়ানমার দেশটির উত্তরাঞ্চলে ভারী অস্ত্র মোতায়েন করেছে -এএফপি

মিয়ানমারের উত্তরাঞ্চলে ভারী অস্ত্রসহ হাজার হাজার  সেনা মোতায়েন করা হয়েছে। এমন খবরে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনসহ ব্যাপক নৃশংসতা ও বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে রয়েছে মিয়ানমার। এর মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে ভারী অস্ত্রসহ হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এমন খবরে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনসহ ব্যাপক নৃশংসতা ও বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়েছে। শনিবার গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যানড্রুজ বলেন, ‘আমাদের সবারই প্রস্তুত থাকা উচিত। মিয়ানমারের দুর্গম উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে হাজার হাজার সৈন্যসহ ভারী অস্ত্র  মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর