সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভারতের ওপর চাপ বাড়াতে চীনের নতুন সীমান্ত আইন

ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত এখনো পুরোপুরি মেটেনি। পূর্ব লাদাখ সেক্টরের বিস্তীর্ণ এলাকায় এখনো ভারত-চীন দুই দেশের সেনা মুখোমুখি অবস্থান করছে। কিন্তু এ অবস্থায় চীন নতুন সীমান্ত সুরক্ষা আইন পেশ করেছে। সূত্রের খবর, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ তা রক্ষার জন্যই এই আইন পাস করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে চীনের এই নতুন সীমান্ত সুরক্ষা আইন নয়াদিল্লি-বেইজিং সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আগামী বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে নতুন এই আইন। গত আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে চীনমুখী শরণার্থী ঢল এবং সন্ত্রাসী অনুপ্রবেশ বৃদ্ধির আশঙ্কায় রয়েছে বেইজিং। আর ২০২০ সালের এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে তাদের। এছাড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেও সীমান্তে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে চীনা প্রশাসনের। চলতি বছর মিয়ানমার ও ভিয়েতনাম থেকে অবৈধ অনুপ্রবেশের জেরে চীনের ইউনান ও গুয়াংজি প্রদেশে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২ বছরে এই প্রথম সীমান্তরক্ষী বাহিনীগুলো পরিচালনায় সুনির্দিষ্ট আইন প্রণয়ন করল দেশটি। বিশাল ভূখে র অধিকারী চীনের সঙ্গে রাশিয়া-উত্তর কোরিয়াসহ ১৪টি দেশের অভিন্ন সীমান্ত রয়েছে। ২২ হাজার কিলোমিটার দীর্ঘ এ সীমান্ত রক্ষার মূল দায়িত্ব চীনের সেনা ও পুলিশ বাহিনীর। নতুন আইন অনুসারে, কোনো সীমান্তে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিলে সঙ্গে সঙ্গে সেই সীমান্ত বন্ধ করে দিতে পারবে চীনাবাহিনী।

সর্বশেষ খবর