মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হংকংয়ে কার্যালয় বন্ধ করছে অ্যামনেস্টি

হংকংয়ে কার্যালয় বন্ধ করছে অ্যামনেস্টি

সম্প্রতি চাপিয়ে দেওয়া ন্যাশনাল সিকিউরিটি ল’ বা জাতীয় নিরাপত্তা আইনের কারণে হংকং অফিস বন্ধ করে দেবে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি আরও বলেছে, চীনের চাপিয়ে দেওয়া এই আইনের কারণে হংকংয়ে তাদের কর্মকান্ড পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বিবিসি জানায়, অ্যামনেস্টি ৪০ বছরেরও বেশি সময় ধরে হংকংয়ে কাজ করে আসছে। বর্তমানে সেখানে তাদের দুটি কার্যালয় সচল আছে। একটি কার্যালয় থেকে শহরের ওপর এবং অন্যটি থেকে বিস্তৃতভাবে গোটা অঞ্চলের ওপর নজর রাখা হয়। এর মধ্যে স্থানীয় পর্যায়ের কার্যালয়টি বন্ধ হয়ে যাবে ৩১ অক্টোবরে। আর আঞ্চলিক কার্যালয় এ বছরের শেষ দিকে সরিয়ে নেওয়া হবে। চীনের চাপিয়ে দেওয়া জাতীয় নিরাপত্তা আইনের অওতায় বিচ্ছিন্নতা, ধ্বংসাত্মক কর্মকান্ড, সন্ত্রাস এবং বিদেশি শক্তির সঙ্গে আঁতাতকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সমালোচকরা বলছেন, ভিন্নমত দমন করতে এ আইন করা হয়েছে। অন্যদিকে চীন বলছে, এ আইন করা হয়েছে সেখানকার স্থিতিশীলতা রক্ষার জন্য।

অ্যামনেস্টির আন্তর্জাতিক পরিচালনা পরিষদের চেয়ারপারসন আনজুলা মায়া সিং বাইস এক বিবৃতিতে বলেছেন, এ আইনের আওতায় দমনপীড়নের কারণে এ বছর হংকংয়ে কমপক্ষে ৩৫টি গ্রুপকে ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের কারণে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আইনের ফলে সেখানে মারাত্মক প্রতিশোধের আশঙ্কা ছাড়া অবাধে কাজ করা কোনো মানবাধিকার সংস্থার পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছে।’

সর্বশেষ খবর