মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

২৭০০ বছর আগের মদ কারখানা

প্রত্নতাত্ত্বিকরা ইরাকে পুরনো এক বিশাল মদের কারখানা আবিষ্কার করেছেন। তাদের দাবি কারখানাটি প্রায় ২৭০০ বছর আগের। অ্যাসিরীয় রাজারা পাথরে খোদাই করা দেবদেবী, রাজা ও পশুর মূর্তি দিয়ে কারখানাটি সাজিয়েছিলেন। ইতালির দহুকের প্রত্নতাত্ত্বিকদের দল জানিয়েছে, ইরাকে সম্প্রতি পাওয়া মূর্তিগুলোতে দেখা যায় রাজারা বিভিন্ন দেবতাদের কাছে প্রার্থনা করছেন। এছাড়াও জানা গেছে উত্তর ইরাকের ফাইদায় সেচের জন্য ৫ দশমিক ৫ মাইল দীর্ঘ খাল খনন করা হয়েছিল। খোদাই করা মূর্তিগুলোর মধ্যে দুই মিটার লম্বা দেয়ালে দেবতাদের পাশাপাশি আরও দেখা যায়- প্রাণী ও রাজাদের। ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টপূর্ব ৭২১-৭০৫ সময়কার। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন এটি দ্বিতীয় সারগন এবং সেন্নাচেরিবের সময়কার। ইতালির প্রত্নতত্ত্ববিদ দ্যানিয়েল মোরান্দি বলেন, কুর্দিস্তানের আরও অনেক জায়গায় খোদাই করা মূর্তি রয়েছে। কিন্তু সেগুলোর কোনটিই এত বড় নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর