বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেষ হলো মেরকেল অধ্যায়

শেষ হলো মেরকেল অধ্যায়

জার্মানির নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের প্রথম অধিবেশন হয়ে গেল মঙ্গলবার। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল অ্যাঙ্গেলা মেরকেল জমানা। ফলে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত কার্যনির্বাহী চ্যান্সেলর হিসেবে মেরকেল ক্ষমতায় থাকবেন।

জার্মান রাজনীতির জগতে মঙ্গলবার ছিল ব্যস্ততার দিন। রেকর্ড সংখ্যক সদস্য নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের নতুন যাত্রা শুরু হলো। ৭৩৬ জন পার্লামেন্ট সদস্য এ দিন দায়িত্ব গ্রহণ করলেন। ফেডারেল জার্মানির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্পিকারের পদে নির্বাচিত হলেন এসপিডি দলের বেয়ারবেল বাস। এদিকে সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী সবুজ দল জোট সরকার গঠনের লক্ষ্যে গতকাল থেকে বড় আকারে আলোচনা শুরু করছে। ডিসেম্বরের প্রথম দিকেই সরকার গঠনের লক্ষ্যমাত্রা স্থির করেছেন দলের নেতারা। সে ক্ষেত্রে ৬ ডিসেম্বর নতুন চ্যান্সেলর হিসেবে ওলাফ শলৎস শপথ নেবেন। প্রায় ১৬ বছর জার্মান শাসন করে এবার ইউরোপীয় ইউনিয়নে নেতা হিসেবে আবির্ভূত হবেন মেরকেল।

হঅবশর জবাস্তবে সেই পরিকল্পনা সত্যি কার্যকর হলে মেরকেল সামান্য কয়েক দিনের জন্য ফেডারেল জার্মানির ইতিহাসে চ্যান্সেলর হিসেবে দীর্ঘতম কার্যকালের রেকর্ড ভাঙতে পারবেন না। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত হেলমুট কোল ৫ হাজার ৮৭০ দিন জার্মান চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন। কমপক্ষে ১৯ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলে তবেই মেরকেল সেই রেকর্ড ভাঙতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর