শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চীনের হাইপারসনিক অস্ত্রে যুক্তরাষ্ট্রের অস্তিত্বের ভয়

চীনের হাইপারসনিক অস্ত্রে যুক্তরাষ্ট্রের অস্তিত্বের ভয়

চীনের অতি উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বললেন, অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র তৈরি করছে চীন, যার হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা কঠিন হবে। তিনি চীনের ওই পরীক্ষাকে শীতলযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের ‘স্পুটনিক’ পরীক্ষার সঙ্গে তুলনা করেছেন। মার্ক মিলিই পেন্টাগনের প্রথম সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি এই  পরীক্ষার কথা স্বীকার করলেন।

বুধবার ব্লুমবার্গ টিভিকে তিনি বলেছেন, ‘হাইপারসনিক অস্ত্রপরীক্ষার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উদ্বেগের।’ জুলাইয়ে ব্রিটেনের ফিন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করে, চীনের সেনাবাহিনী পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তা পৃথিবীতে ফিরে আসার আগে কক্ষপথে ঘুরেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডিজাইন করা হয় এমনভাবে, যাতে তার চলার পথে শব্দের গতির চেয়ে কমপক্ষে ৫ গুণ বেশি গতিতে চলতে পারে। এত তীব্র গতি হওয়ার কারণে এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত করা বা তা ভূপাতিত করা ভীষণ কঠিন ব্যাপার। চীনে অস্ত্র তৈরির এই প্রযুক্তি এবং অস্ত্র প্রতিযোগিতায় উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। ভবিষ্যৎ যুদ্ধের ক্ষেত্রে এই অস্ত্র মারাত্মক হয়ে উঠতে বাধ্য। তাই আমেরিকা খুবই উদ্বিগ্ন। চীন অবশ্য বলেছে, তারা কোনো অস্ত্র পরীক্ষা করেনি। তারা একটি মহাকাশযানের পরীক্ষা করেছে।

সর্বশেষ খবর