শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টিএলপি জঙ্গি সংগঠন ঘোষণা পাকিস্তানের

নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিক ই লাব্বাইকের (টিএলপি) সশস্ত্র সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য নিহত ও ২৬৩ জন আহত হওয়ার পর সংগঠনটিকে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে ঘোষণা দিচ্ছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন। ফাওয়াদ জানিয়েছেন, টিএলপিকে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার; তাদের লং মার্চে অংশগ্রহণকারীরা যেন কোনোভাবেই রাজধানীতে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর