বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফেসবুক থেকে জাকারবার্গের পদত্যাগ চান : হাউগেন

ফেসবুক থেকে জাকারবার্গের পদত্যাগ চান : হাউগেন

ফেসবুকের সাবেক প্রোডাক্ট ডেভেলপার ফ্রান্সেস হাউগেন সম্প্রতি কোম্পানির কিছু অভ্যন্তরীণ নথি প্রকাশ করে আলোচিত হয়েছেন। এবার তিনি বললেন, মার্ক জাকারবার্গের পদত্যাগ করা উচিত। এটার কোনো বিকল্প নেই। ফেসবুকের নাম পরিবর্তনের সমালোচনা করেছেন হাউগেন। সোমবার পর্তুগালের লিসবনে ওয়েব সামিট টেক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এ সময় হাজারও দর্শক তালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান। তিনি আরও বলেন, ফেসবুকের বর্তমান সমস্যা জুকারবার্গ সমাধান করতে পারবেন না।

‘মেটাভার্স’ গড়ে তোলার পরিকল্পনা একটি ‘অবিবেকপ্রসূত’ পরিকল্পনা। ‘প্যাটফর্মের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগের পরিবর্তে ফেসবুক ভিডিও গেমের জন্য ১০ হাজার প্রকৌশলী নিয়োগ দিচ্ছে,’ বলেন তিনি। মেটাভার্স নিয়ে কাজ করতে সম্প্রতি ইউরোপে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুক।

জাকারবার্গের পদত্যাগ করা উচিত কিনা এই প্রশ্নের উত্তরে হাউগেন বলেন, ‘নিরাপত্তা নিয়ে চিন্তা করেন এমন কেউ নিয়োগ পেলে ফেসবুক আরও শক্তিশালী হবে, সুতরাং উত্তর ইতিবাচক।’

সর্বশেষ খবর