বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

তাগ্রাইয়ের বিদ্রোহী বাহিনীগুলো রাজধানী আদ্দিস আবাবার দিকে এগোনোর পরিকল্পনা করছে জানার পর বিদ্রোহীদের প্রতিহতে ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে, দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ নাগরিকদের তাগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর মঙ্গলবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার। গত কয়েকদিনে টিপিএলএফ বেশ কয়েকটি শহর দখলে নেওয়ার দাবি করেছে। এরপর বলেছে, তারা আদ্দিস আবাবার দিকে এগোনো শুরু করতে পারে। টিপিএলএফের অগ্রবর্তী অবস্থান থেকে আদ্দিস আবাবা দক্ষিণে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে। এর পরপরই তাৎক্ষণিকভাবে কার্যকরের ঘোষণা দিয়ে জরুরি অবস্থা জারি করে ইথিওপিয়া সরকার। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া এক ব্যাখ্যায় দেশটির বিচারমন্ত্রী গেদিওন টিমোথেমস বলেন, আমাদের দেশ তার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও ঐক্য নিয়ে এক গভীর বিপদে পড়েছে। আর প্রচলিত আইন প্রয়োগের পদ্ধতি ও প্রক্রিয়ায় আমরা এই বিপদকে দূর করতে পারব না। উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আবি আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ইথিওপিয়া। তখনো ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ওই সময় কারফিউ জারি করে জনগণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং আটক হয়েছিলেন কয়েক হাজার লোক।

সর্বশেষ খবর