শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘বুকার’ জিতলেন ডেমন গ্যালগেট

‘বুকার’ জিতলেন ডেমন গ্যালগেট

‘দ্য প্রমিজ’ বইটির জন্য ‘বুকার’ জিতলেন দক্ষিণ আফ্রিকার সাহিত্যিক ডেমন গ্যালগেট। ইউরোপা এডিশনস থেকে গত এপ্রিলে প্রকাশিত ‘দ্য প্রমিজ’ উপন্যাসে উঠে এসেছে, দক্ষিণ আফ্রিকার এক শ্বেতাঙ্গ পরিবারের গল্প উঠে এসেছে। যারা কৃষ্ণাঙ্গ এক নারীকে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। ওই বৃদ্ধা নারী সারা জীবন এই শ্বেতাঙ্গ পরিবারের জন্যই কাজ করেছে। বৃদ্ধার মৃত্যুর পর ওই পরিবারের তিন সহোদর বিচ্ছিন্ন হয়ে পড়েন। উপন্যাসে বর্ণবাদী রাজনীতিকে কটাক্ষ করা হয়েছে। পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবেন গ্যালগেট।

 এই পুরস্কারটির জন্য চূড়ান্তভাবে ছয়জন সাহিত্যিককে মনোনীত করেছিল জুরি বোর্ড, যার নেতৃত্বে ছিলেন মার্কিন ইতিহাসবিদ মায়া জেসনফ। ডেমন গ্যালগেট এর আগেও দুবার বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছিলেন। এবার এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রবল উত্তেজনা আর চিন্তা থেকে মুক্তি পেলাম আমি! সত্যিই দারুণ লাগছে।’

এ বছর বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম এসেছিল মার্কিন সাহিত্যিক রিচার্ড পাওয়ারসের ‘বিউইলডমেন্ট’, শ্রীলঙ্কার সাহিত্যিক অনুক অরুদপ্রগাসমের ‘আ প্যাসেজ নর্থ’, মার্কিন কবি-ঔপন্যাসিক ‘নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিজ’, সোমালি-ব্রিটিশ বংশোদ্ভূত নাদিফা মোহামেদের ‘দ্য ফরচুন ম্যান’, মার্কিন সাহিত্যিক। ম্যাগি শিপস্টেডের ‘গ্রেট সার্কেল’ উপন্যাস।

সর্বশেষ খবর