শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে পেট্রোল ডিজেলের দাম কমল

ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক লিটারপ্রতি যথাক্রমে ৫ ও ১০ রুপি কমানোয় জ্বালানির দামের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস করতে থাকা দেশটির নাগরিকরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। দেশটিতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম গতকাল থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোলের তুলনায় ডিজেলে লিটারপ্রতি দ্বিগুণ আবগারি শুল্ক কমানোয় আসছে রবি মৌসুমের আগে কৃষকদের ব্যাপক সুবিধা হবে। আনন্দবাজার পত্রিকা বলছে, সামনে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন; ভোটে জ্বালানির দামের প্রভাব যেন না পড়ে, তাই আগেভাগেই শুল্ক খানিকটা কমিয়ে নিল কেন্দ্রের বিজেপি সরকার।

সর্বশেষ খবর