শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শীত শুরুর সঙ্গে ইউরোপে বাড়ছে করোনা

শীত ঘনিয়ে আসতেই ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড হারে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। নতুন এ ওয়েভকে ‘গুরুতর উদ্বেগ’ হিসেবে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপে গত এক সপ্তাহে শনাক্তের হার বেড়েছে ৬ শতাংশ। এর আগের সপ্তাহের তুলনায় নতুন করে শনাক্তের সংখ্যা বেড়েছে ১৮ লাখ। একই সময়ে মৃত্যুহার বেড়েছে ১২ শতাংশ। এ অবস্থায় বড়দিনের ছুটির আগেই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।  কীভাবে আরও বেশি মানুষকে টিকাদানের আওতায় আনা যায় তা নিয়েও চলছে নানা আলোচনা। সংক্রমণের এই নতুন ঊর্ধ্বগতির জন্য মূলত অপর্যাপ্ত টিকাদানকেই দায়ী করেছেন তিনি।

‘আমাদের কৌশল বদলাতে হবে, কভিড-১৯ এর ঊর্ধ্বগতি মোকাবিলার বদলে এমনটা যেন না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে,’ বলেছেন তিনি।

ইউরোপে সাম্প্রতিক মাসগুলোতে টিকাদানের হার ক্রমাগত শ্লথ হয়েছে। অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এ সংক্রমণ আরও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ খবর