রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সংগীত উৎসবে হুড়োহুড়ি, নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সংগীত উৎসবে হুড়োহুড়িতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫শর বেশি মানুষ। স্থানীয় সময় গত শুক্রবার রাতে অঙ্গরাজ্যের হাউস্টন শহরে এ ঘটনা ঘটে।

হাউস্টনের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্যামুয়েল  পেনা এক সংবাদ সম্মেলনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে মঞ্চের সামনের দিকে যেতে ধাক্কাধাক্কি শুরু হয়। এর জের ধরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে হুড়োহুড়িতে অনেকেই আহত হন। স্যামুয়েল পেনা আরও বলেন, শুক্রবার রাতে অন্তত আটজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকদের নিরীক্ষার আগপর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে না। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে অন্য খবরে বলা হয়েছে, অ্যাস্ট্রোওয়ার্ল্ড সংগীত উৎসবে শুক্রবার ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। এএফপি।

সর্বশেষ খবর