রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরে একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। গতকাল  স্থানীয় সময় সকাল ১১টার দিকে হাসপাতালটির  কভিড-১৯ ওয়ার্ডের আইসিইউতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা পি ডি গানদাল।

তিনি আরও জানান, ওই সময় আইসিইউতে ১৭ জন রোগী ছিলেন, তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে। রয়টার্সকে তিনি বলেন, ‘তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা কালেক্টর ডা. রাজেন্দ্র ভোসলে। 

সর্বশেষ খবর