শিরোনাম
সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, কাদিমিকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরকভর্তি একটি ড্রোনের লক্ষ্যস্থল করা হয়েছিল। এ হামলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। গত মাসে হওয়া ইরাকের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে বাগদাদে শুরু হওয়া প্রতিবাদ সহিংস রূপ নেওয়ার পর হামলার এ ঘটনাটি ঘটল। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে বিদেশি দূতাবাস ও সরকারি অনেক দফতরের ভবন আছে। এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে, কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিন্তু তিনি ‘ভালো আছেন’। বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কাদিমির দাফতরিক টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন এবং তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। হামলায় কাদিমির ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন।

সর্বশেষ খবর