সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দ্রুত গলছে বরফ, গ্রিনল্যান্ডের পরিস্থিতি আশঙ্কাজনক

দ্রুত গলছে বরফ, গ্রিনল্যান্ডের পরিস্থিতি আশঙ্কাজনক

পৃথিবী যাতে আর গরম না হয় তা নিয়ে গ্লাসগোয় সম্মেলনে বসেছেন বিশ্বনেতারা। কিন্তু তার মধ্যেই জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত সেল সম্প্রতি জানিয়ে দিয়েছে পৃথিবী গরম হচ্ছে বহুদিনই। কিন্তু আর্কটিক অঞ্চল বাকি পৃথিবীর চেয়ে ৩ গুণ বেশি গতিতে গরম হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই উষ্ণায়নের জেরে পৃথিবীর অস্তিত্ব ক্রমশ বিপন্ন হচ্ছে। আর এ কারণে আর্কটিকের বরফস্তর ক্রমশ পাতলা হচ্ছে। ক্রমশ সংকুচিত হচ্ছে। আর্কটিক অঞ্চলে ওয়াইল্ডফায়ারের ঘটনাও ঘটেছে। সাইবেরিয়ায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল ও আশঙ্কাজনক। বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী দুই দশকে হয়তো এমন গ্রীষ্মও আসবে আর্কটিক অঞ্চলে যখন সেখানে থাকবে না এক টুকরো ভাসমান বরফও! এটা সবার জানা যে, হিমবাহ গললে সমুদ্রে জলস্তর বাড়ে। এটা জেনেও অবশ্য কিছু করা যাচ্ছে না। কেননা দেশগুলো সচেতন হচ্ছে না। ফলে পরিবেশের বিপদ কাটছে না। গ্রিনল্যান্ডের পরিস্থিতি আশঙ্কাজনক, মিয়ামিও বিপন্ন। নাইজেরিয়া, কানসাস বা ক্যালিফোর্নিয়ায় ধীরে ধীরে উষ্ণায়নজনিত বিপদসীমার আওতায় চলে আসছে।

সর্বশেষ খবর