সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিশ্বনেতাদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর মোদি

বিশ্বনেতাদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর মোদি

গ্লোবাল লিডার অর্থাৎ বিশ্বনেতাদের তালিকায় ফের এক নম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুন মাসের তুলনায় এবার বেড়েছে অ্যাপ্রুভাল রেটিংয়ের হারও। মর্নিং কনসাল্ট নামের একটি মার্কিন যুক্তরাষ্ট্রের সমীক্ষা সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী মোদি সারা বিশ্বের প্রাপ্তবয়স্ক নাগরিকদের তরফ থেকে সর্বাধিক অনুমোদন পেয়েছেন। ৭০ শতাংশ অনুমোদন নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন। গত জুন মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং বা অনুমোদনের হার ৬৬ শতাংশ ছিল। অর্থাৎ বিশ্বে ৬৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মোদিকে শ্রেষ্ঠ নেতা হিসেবে অনুমোদন দিয়েছিলেন। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি নেতাদের অনুমোদনের রেটিং ট্র্যাক করে। একটি সাপ্তাহিক ভিত্তিতে, এটি ১৩টি দেশের জন্য ডাটা আপডেট করে এই সংস্থা। মোদির পরেই রয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান ষষ্ঠ।

সর্বশেষ খবর