মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিদ্রোহীদের ‘পুঁতে ফেলা’র নির্দেশ দিলেন নোবেলজয়ী আবির

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বিদ্রোহীদের ‘শত্রু’ আখ্যা দিয়ে তার অনুগত সেনাবাহিনীকে রক্তের বিনিময়ে হলেও তাদের মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন। দেশটির টাইগ্রে অঞ্চলে বঞ্চনার বিরুদ্ধে ফুঁসে ওঠা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে হত্যাযজ্ঞ ও নির্মম অভিযান চালানোর পর বিদ্রোহীরা ঘুরে দাঁড়িয়ে রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হচ্ছে। তাদের বিরুদ্ধে জনগণকে অস্ত্র তুলে নিতেও নির্দেশ দিয়েছেন আবি। নিজ দেশের বিক্ষুব্ধ জনতাকে হত্যা করার নির্দেশ দেওয়া এই আবি আহমেদ ইরিত্রিয়ার সঙ্গে সীমান্তবিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখার জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তবে একজন অপরীক্ষিত রাজনীতিকের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়ার পর তিনি বিশ্বের কাছে রক্তপিপাসু নেতা হিসেবে আবিভর্‚ত করেছেন।

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জনবহুল এবং একটি ফেডারেল ডেমোক্রেটিক দেশ ইথিওপিয়া। তাদের একটি প্রাদেশিক অঞ্চল টাইগ্রে। এই অঞ্চলে সক্রিয় স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট। আঞ্চলিক সরকারে তাদের প্রভাব রয়েছে। অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে সোচ্চার এই সশস্ত্র গোষ্ঠীটি। তবে টাইগ্রের এই গোষ্ঠীর ওপর যতই নির্যাতন বাড়িয়েছেন আবি, ততই তাদের জনপ্রিয়তা বেড়েছে। অবশেষে টাইগ্রের লিবারেশন ফ্রন্টের সঙ্গে কয়েকটি বিরোধী দল যুক্ত হয়ে আবিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তারা সংঘবদ্ধ হয়ে এখন রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে বিদ্রোহীদের রুখে দেওয়ার তাগিদ দিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সর্বস্তরের জনগণকে অস্ত্র তুলে নেওয়ার অনুরোধ করেছেন ‘কুখ্যাত’ শান্তির দূত আবি। তার কারণেই নিজ দেশের দুই পক্ষের মানুষের মধ্যে এখন রক্তক্ষয়ী সংঘাত চলছে। গতকাল আদ্দিস আবাবায় আবির পক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। আলজাজিরা।

সর্বশেষ খবর